শিশুর শিক্ষার হাতেখড়ি পরিবার থেকেই। আগে শিশুকে বর্ণমালা শেখানো হতো আদর্শলিপি দিয়ে। ধীরে ধীরে শিশু সেখান থেকে বর্ণমালার সঙ্গে পরিচিত হতো। এখন যুগ বদলেছে। শিক্ষায় এসেছে নতুনত্ব। নতুনত্বের ছাপ পড়েছে শিশুর লেখাপড়ায়ও। আদর্শলিপি থেকে বেরিয়ে বর্তমানে তৈরি হয়েছে বিভিন্ন মাধ্যম। তথ্য প্রযুাক্তির এই যুগে শেখানোর রীতিতেও এসেছে আমূল পরিবর্তন। এখন যে কোনো কিছু শিশুকে শেখানো বেশ কঠিন। তাই তাকে এমনভাবে শেখাতে হবে যেন সে সত্যিই আগ্রহ পায়। সঠিক বয়সেই শিশুকে বর্ণমালা শেখাতে হবে। যাতে সে শেখার প্রতি আগ্রহ না হারিয়ে ফেলে। এতো কিছু বলার পেছনে কারণ হলো আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ১৯৬৭ সাল থেকে সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়ে আসছে। ইউনেস্কো কর্তৃক নির্ধারিত এ বছর সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’। সাক্ষরতা হচ্ছে মৌলিক শিক্ষার ভিত্তি। এর...