কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ জুহায়ের আয়মান নামের পর্যটকের লাশ উদ্ধার হয়েছে। আয়মান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নিখোঁজের ১৬ ঘণ্টার মাথায় কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতে লাশটি পাওয়া যায়। নিহত জুহায়ের (১৭) বগুড়া সদরের বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাটনাপাড়ার বাসিন্দা মো. শরিফুল ইসলাম ও মনিরা সুলতানা দম্পতির ছেলে। এসএসসি পরীক্ষা শেষ করে পরিবারের সঙ্গে ভ্রমণে এসেছিলেন তিনি। সি-সেইফ লাইফগার্ডের সিনিয়র কর্মী মোহাম্মদ ওসমান জানান, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে সৈকতের লাবণী পয়েন্টে তিন পর্যটক গোসলে নামেন। প্রবল স্রোতে তারা ভেসে গেলে অন্য পর্যটকদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা রেসকিউ বোটের সহযোগিতায় দুজনকে জীবিত উদ্ধার করেন। তবে নিখোঁজ হন জুহায়ের আয়মান। ফায়ার সার্ভিস, বিচ-কর্মী ও লাইফগার্ডের সদস্যরা রাত ১২টা...