বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ এক রাত পর করেছে ইউরোপিয়ান জায়ান্টরা। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে ইউরো চ্যাম্পিয়ন স্পেন আর বেলজিয়াম নিজেদের প্রতিপক্ষের বিপক্ষে আধা ডজন গোল করেছে। অন্যদিকে টানা তিন ম্যাচে হারের গ্লানি কাটিয়ে স্বস্তির জয় পেয়েছে জার্মানি। বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ফর্মে আছে স্পেন। ইউরো চ্যাম্পিয়নদের ছন্দময় ফুটবলের সামনে পাত্তাই পাচ্ছে না প্রতিপক্ষরা। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর এবার তুরস্ককে তারা দ্বিগুণ ব্যবধানে হারিয়েছে। মিকেল মেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। মেরিনোর ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক এটি। এছাড়া পেদ্রি করেছেন জোড়া গোল ও বাকি একটি গোল করেন ফেরান তোরেস। এদিন ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ৬ মিনিটেই পেদ্রির গোলে এগিয়ে যায় স্পেন। এরপর মেরিনো ২২, ৪৫+১ ও...