বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করছে বিশেষ এক ব্যাটিং কর্মশালা। যার নাম দেওয়া হয়েছে ‘রান স্কোরিং শো’।দেশের কোচদের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত এই কর্মশালাটি শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই কর্মশালা চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ কোচ অ্যাশলে রস থাকছেন এই কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে। তাকে সহায়তা করবেন ইয়ান রেইনশ। বিসিবির ক্রিকেট কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম কয়েকদিন আগে সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন। এই কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়েছে মোট ২০ জন ক্রিকেটার ও কোচকে। তাদের মধ্যে অন্যতম সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি কোচিং ক্যারিয়ারের দিকে ঝুঁকছেন। সেই পথচলার শুরু হচ্ছে এই কর্মশালার মাধ্যমেই। অন্যদিকে, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এখনো জাতীয় দলের টেস্ট...