০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম পঞ্চগড়ে চলতি মৌসুমে পুকুর ও প্রাকৃতিক উৎস খাল-বিল, নদ-নদী থেকে মাছ উৎপাদনের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা ২৫ হাজার ৮২৫ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে।যার গড় আর্থিক মূল্য ৭৫০ কোটি টাকা।গত ২০২৪-২০২৫ অর্থ বছরে জেলায় মাছ উৎপাদন হয়েছিল ২০ হাজার ৫৪৭ মেট্রিকটন।যার মোট আর্থিক মূল্য গড়ে প্রায় ৬০০ কোটি টাকা।উৎপাদিত মাছ গত বছর জেলার বৃহৎ জনগোষ্ঠীর খাদ্যে আমিষের চাহিদা পূরণে কিছুটা ঘাটতি থাকলেও,এ বছরে সেই ঘাটতি পূরণ হওয়ার আশা কর্তৃপক্ষের।পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছে জেলার পাঁচটি উপজেলার অন্তত ১৮ হাজার জন মাছ উৎপাদনকারী ও মৎস্যজীবীসহ সংশ্লিষ্টরা। জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়,জেলায় মোট পুকুরের আয়তন ২২ হাজার বিঘা।৫০ টি নদী,মৎস্য চাষির সংখ্যা ১২ হাজার ১০০ জন,মৎস্যজীবী ৫ হাজার ৯৫৬ জন।নয়টি অভয়াশ্রাম রয়েছে। প্রতিদিন...