‘মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়’, ‘নিঝুম রাতের আঁধারে’, ‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’, ‘কলিকালের ভণ্ড বাবা’ কিংবা ‘বিধি তোমার কেমন খেলা’ গানগুলো শোনেননি বা গুনগুন করে গাননি, এমন ব্যান্ড সংগীতানুরাগী কম আছেন। বিশেষ করে আশির দশকের শেষ দিকে কিংবা নব্বইয়ের শুরুতে গান শুনতে শুনতে বড় হয়েছেন এমন শ্রোতারা। এখন যাঁরা ব্যান্ড সংগীত ভালোবাসেন, বয়স যাঁদের চল্লিশের কোঠা পেরিয়েছে, এমন শ্রোতার কাছে অবসকিউরের আলাদা কদর আছে। অবসকিউর এমন গানের দল, যাদের শুরুটা ছিল ‘এলাম, দেখলাম ও জয় করলাম’-এর মতো। প্রথম অ্যালবামেই যাঁরা বাজিমাত করেছিলেন। যে অ্যালবামের গানগুলো আজও ইউটিউবে খুঁজছেন শ্রোতারা। আজও লাইভ অনুষ্ঠানে অনুরোধ আসে, ‘মাঝরাতে চাঁদ’ গানটা শুনতে চাই...। গতকাল রাতেও সামাজিক যোগাযোগমাধ্যমে এই গানের পঙ্ক্তি দিয়ে ছবি শেয়ার করতে দেখা গেছে। অনেকে গানটির লিংক শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।...