গাজা সিটিতে আবারও ইসরায়েলি হামলা জোরদার হয়েছে। ইসরায়েলি বাহিনী গাজার একটি বহুতল ভবন-আল-রুয়া টাওয়ার-বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে রোববার (৭ সেপ্টেম্বর) এই হামলায় কমপক্ষে ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪৯ জনই উত্তর গাজা থেকে বলে জানা গেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটি দখলের অভিযানে এখন পর্যন্ত ইসরায়েল ৫০টির বেশি ভবনে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আল-রুয়া টাওয়ার ধ্বংসের আগে তারা বাসিন্দাদের সতর্ক করে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে ভবনের আশপাশে থাকা অনেক পরিবার ও আশ্রয়হীন মানুষ পরিস্থিতির কারণে দ্রুত সরে যেতে পারেনি। ধ্বংস হওয়া আল-রুয়া টাওয়ারটি ছিল পাঁচতলা বিশিষ্ট। এতে ২৪টি ফ্ল্যাট, একাধিক দোকান, একটি ক্লিনিক এবং একটি জিম ছিল। গাজা সিটির আল জাজিরা ক্লাব এলাকাতেও ইসরায়েলি...