বরিশাল: চক্ষু স্বাস্থ্যসেবা এর সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর সাথে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একই ভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটালের সাথে কোডেকের অপর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।অনুষ্ঠানে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটাল’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশন-এর প্রতিনিধি এবং কোডেক-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিস্টিটিউট এবং হাসপাতাল ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর এই সমঝোতা স্মারক এর উদ্দেশ্য তুলে ধরে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো. আখতারুজ্জামান বলেন, দরিদ্র ও প্রতিবন্ধী রোগীদের জন্য...