জুলাই আন্দোলন ঘিরে খিলগাঁও থানার একটি হত্যা মামলায় মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম জি. এম. ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য জানিয়েছেন। এদিন সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে তাজুলকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এসময় তাকে চকোলেট খেতে দেখা যায়। কাঠগড়ায় তোলার পর তার হেলমেট, জ্যাকেট ও হাতকড়া খুলে দেওয়া হয়। শুনানি শেষে আদালত তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। এরপর তাকে ফের যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তাতে হাসতে দেখা যায়। গত ২ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই মুহাম্মদ আসাদুর রহমান তাজুলকে...