বিশ্বখ্যাত হীরার ব্র্যান্ড ডি বিয়ারস, টিফানিজ, বুলগারি, হ্যারি উইনস্টন, কার্তিয়ার ও সিগনেট জুয়েলার্স। ব্র্যান্ডগুলো ইসরায়েল থেকে প্রক্রিয়াজাত হীরা কিনে বিক্রি করে যাচ্ছে। বর্তমানে হীরার তৈরি আংটি, দুল, চেইন, ব্রেসলেট ও নেকলেসের চাহিদা বেড়েছে। বিশেষ করে বিয়ের আংটি বা লাক্সারি জুয়েলারি হিসেবে হীরার জুড়ি নেই।মিডলইস্ট মনিটরে প্রকাশিত আয়ারল্যান্ডের মানবাধিকারকর্মী সিয়ান ক্লিনটনের এক নিবন্ধে বলা হয়েছে, এই বাণিজ্যে হীরা শিল্প প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি জড়িত হওয়ার ঝুঁকি জানার পরও তা অব্যাহত রাখছে।গত দুই দশক ধরে ইসরায়েলের অর্থনীতির একটি মূল ভিত্তি হলো হীরা রপ্তানি। ২০২৪ সালে এ শিল্পের মাধ্যমে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার আয় করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, হীরা শিল্পের আয়ের একটি বড় অংশ সরাসরি ইসরায়েলের সামরিক বাজেট ও ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞের জন্য ব্যবহার হচ্ছে।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বেত্ সেলেম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল...