ইউক্রেনের ওপর স্মরণকালের সবচেয়ে বড় হামলার পর রাশিয়ার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার অর্থনীতি ‘ধসিয়ে দেওয়ার’ মতো কড়া নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে তাঁর প্রশাসন। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। স্থানীয় সময় গতকাল রোববার ইউক্রেনের ওপর রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ট্রাম্প জানান, ‘পুরো পরিস্থিতি’ নিয়ে সন্তুষ্ট নন তিনি। মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ ঘাঁটিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটি মানবতার এক ভয়ংকর অপচয়। আমি আপনাদের বলছি– সেখানে যা ঘটছে, তাতে আমি মোটেও খুশি নই। তবে আমার মনে হয়, বিষয়টি মিটমাট হয়ে যাবে।’ এমন মন্তব্যের কয়েক ঘণ্টা আগে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদার করতে প্রস্তুতি রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকেরা তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কি নিষেধাজ্ঞার ‘দ্বিতীয় ধাপে’ যেতে প্রস্তুত? জবাবে ট্রাম্প বলেন,...