এসব দুর্ঘটনার দৃশ্য রাজধানীসহ সারাদেশের। কখনও দেখা যাচ্ছে গতির ঝড় তুলতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে অটোরিকশা। কখনও ওভারটেক কিংবা গতির চাপে চাকা খুলে পরে দুর্ঘটনার কবলে পড়ছে বাংলার টেসলা। বৈধতা না থাকলেও দিব্যি চলছে এসব যান। প্রশ্ন উঠছে—কীভাবে চলছে, কারাই বা করছে নিয়ন্ত্রণ? এর খোঁজে নামে আরটিভি। দেখা যায় ঢাকায় অলিতে-গলিতে রাস্তাঘাট কিংবা অন্যের জায়গা দখল করে গড়েছে অটোরিকশার গ্যারেজ। খোঁজ নিয়ে জানা যায়, কেউ কেউ পাড়া মহল্লার বিভিন্ন নেতাদের ম্যানেজ করে চালাচ্ছে এসব গ্যারেজ। কিছু গ্যারেজ আবার খুলে বসেছে খোদ নেতারাই। প্রতিদিন সারাদেশে ৪০ থেকে ৫০ লাখ আর ঢাকায় ৮ থেকে ১০ লাখ অটোরিকশা চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনার স্বীকার...