মঞ্চ অভিজ্ঞতা ছাড়াই কেবলমাত্র নিজের মেধা ও দক্ষতা দিয়ে যারা টিভি নাটকে জ্যোতি ছড়িয়েছেন, তাদের মধ্যে অনতম দীপা খন্দকার। কোনোরকম বিরতি ছাড়াই এই মডেল-অভিনেত্রী সাফল্যের সঙ্গে কাটিয়ে দিয়েছেন ক্যারিয়ারের ২৬টি বছর। কখনো কখনো পুরো মাস জুড়ে তার ব্যস্ততা ছিল আবার কখনো কখনো কাজ একটু কমিয়ে সংসারে সময় দিয়েছেন। তবে কখনোই তিনি অভিনয় থেকে দূরে সরে যাননি। কারণ অভিনয়ই তার কাছে মনেপ্রাণে নেশা, পেশা। নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই তাই সবসময় ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে এই অভিনেত্রী এটাও বলেন, সবার আগে স্বামী-সন্তান ও সংসার, তারপর অন্য কিছু। নাটকের পাশাপাশি সিনেমাতেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন নন্দিত এই তারকা। এছাড়া সময়ের আরেক জনপ্রিয় মাধ্যম ওটিটিতেও কাজ করছেন সমান তালে। যেখানে তার সময়কালের অনেকের হাতে কাজ নেই। দীপা সেখানে নিজের মেধা, যোগ্যতা এবং অভিনয় দিয়ে...