আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা একটুও কমেনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি, তবে অবসর-পরবর্তী জীবনে পরিবারের সঙ্গে কাটাচ্ছেন অনেকটা সময়। সেই ফাঁকেই দেখা গেলো তাকে রাঁচির রাস্তায় বিরল রোলস-রয়েস চালাতে। এক ভক্ত এই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ধোনি গাড়ি চালাচ্ছেন— এমন দৃশ্য ভক্তদের জন্য সত্যিই চোখ ধাঁধানো এক অভিজ্ঞতা। সাবেক ভারতীয় অধিনায়ক বরাবরই বাইক ও গাড়ির প্রতি গভীর ভালোবাসা দেখিয়েছেন। তার রাঁচির ফার্মহাউসে রয়েছে অসংখ্য ভিনটেজ বাইক ও গাড়ির সংগ্রহ। কয়েকদিন আগেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ ধোনির গ্যারেজ থেকে এক ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তার অসংখ্য সংগ্রহ দেখে প্রসাদ বিস্ময় প্রকাশ করে লেখেন— “এমন উন্মাদনা আর কারও মধ্যে দেখিনি। অসাধারণ সংগ্রহ আর দুর্দান্ত...