১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৫ সেপ্টেম্বর নতুন কমিটি সাজায় দেশের জনপ্রিয় নাট্যদল বটতলা। এর মাধ্যমে বটতলা তার বহুমাত্রিক সাংস্কৃতিক কর্মকা- অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করতে দলটি মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের নন্দিত নাট্য প্রযোজনা ‘খনা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯৩তম মঞ্চায়ন হবে আজ সোমবার ( ৮সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। বটতলা জানায়, খনা এমন এক নাটক, যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা ১৫০০ বছর আগের হলেও আজও সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে, এর বড় প্রমাণ এই নাট্যকাহিনি। নির্দেশকের ভাষায়, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে ক্ষমতা কাঠামোর নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে...