কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র জুহায়ের আয়মানের (১৭) মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে সৈকতের সমিতি পাড়া সংলগ্ন এলাকায় তার লাশ ভেসে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) মো. আজিম খান। জুহায়ের আয়মান বগুড়া পৌরসভার কাটনারপাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. শরিফুল ইসলামের ছেলে। তিনি জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের নিকট আত্মীয়। ম্যাজিস্ট্রেট মো. আজিম খান জানান, রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বগুড়া থেকে ভ্রমণে আসা তিনজন কলেজ শিক্ষার্থী কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। এসময় সাগরের উত্তাল ঢেউয়ের ধাক্কায় তারা গভীরে তলিয়ে যান। দ্রুত লাইফগার্ড কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও জুহায়ের আয়মান নিখোঁজ...