০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম ‘ব্লাড মুন’ পূর্ণ চন্দ্রগ্রহণ মহাকাশের সবচেয়ে আকর্ষণীয় ঘটনাগুলোর একটি। পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলার সাথে সাথে চাঁদ তামাটে লাল রঙ ধারণ করে। তখন এটাকে ‘ব্লাড মুন’ বলা হয়। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৭ মিনিট ৬ সেকেন্ড থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়। প্রথমে চাঁদকে আংশিক ঢাকা অবস্থায় দেখা গেলেও ধীরে ধীরে সেটি তার চিরচেনা রূপালি আভা হারিয়ে ফেলে। মধ্যরাতে এটি কালচে লাল রঙ ধারণ করে। জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদের এই রূপকে ‘ব্লাড মুন’ বলে থাকেন। এ বছরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি টানা ৮২ মিনিট স্থায়ী হয়, যা ২০২২ সালের পর দীর্ঘতম। চন্দ্রগ্রহণ কেন হয়?যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলে চাঁদ তার স্বাভাবিক রূপালি...