নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ পাঁচ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো প্রকার হস্তক্ষেপ বা সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়,“বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে, সেনাবাহিনীর কোনো ধরনের সম্পৃক্ততার প্রশ্নই ওঠে না। আগেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।” সেনাবাহিনী আরও জানায়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। এই ধরনের অপপ্রচার নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে পারে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতির শেষাংশে সেনাবাহিনী আশা প্রকাশ করে যে,“দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এ নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে...