ঘরের মাঠে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী মাস থেকে শুরু হওয়া সিরিজে থাকছে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। রোববার ওই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। লাহোরে ১২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। এই সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু করবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।২৮ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩১ অক্টোবর ও ০১ নভেম্বর। সিরিজের শেষ দুই ম্যাচের ভেন্যু লাহোর।৪ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে পাকিস্তান...