নিজস্ব প্রতিবেদক : ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর নারী-সংক্রান্ত আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মুখে বিপ্লবের কথা বললেও তার এই ধরনের ছবি দেখে নেটিজেনরা চমকে উঠেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শরীফ ওসমান হাদীর সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ছবি ভাইরাল হয়, যা নিয়ে নানা গুজব ছড়ায়। এরপর 'রুমর স্ক্যানার' নামের একটি ফ্যাক্ট-চেকিং দল এ বিষয়ে তদন্তে নামে। তদন্তে বেরিয়ে আসে যে, প্রচারিত ছবিগুলোতে থাকা পুরুষ ব্যক্তিটি শরীফ ওসমান হাদী নন। বরং ইন্টারনেট থেকে অ্যান্থনি ও এনা নামের এক বিদেশি দম্পতির ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছবিগুলো প্রচার করা হয়েছে। অ্যান্থনি ও এনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সাথে এই ছবিগুলোর মিল পাওয়া যায়। অ্যান্থনি ও এনা একটি মার্কিন দম্পতি এবং তাদের...