হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দেশে দেখা যায় এমপি–মন্ত্রীদের অনেকেই অন্যের ছেলেমেয়েদের রাজনীতিতে নামিয়ে প্রটোকল নেয়, অথচ নিজেদের সন্তানদের বিদেশে রেখে উচ্চশিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে। ১৫-২০ বছর ধরে যারা রাজনীতিতে শ্রম দেয়, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়। আর শেষ বয়সে সেই নেতার ছেলে বা নাতি বিদেশ থেকে ফিরে এসে অটোমেটিক নেতা হয়ে যায়। এই সংস্কৃতি দেশের জন্য অভিশাপ।বংশগত রাজনীতির এই ধারা পরিবর্তন করা জরুরি উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, প্রকৃত যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলতে হবে। মানুষের সেবক হয়ে, জনগণের আস্থা অর্জন করেই নেতা হতে হবে। ‘১০টা হোন্ডা, ২০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা’ এই দিন আমরা ৫ আগস্টেই শেষ করেছি। এখন আর হোন্ডা-গুন্ডার রাজনীতি চলবে না। নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলি থেকে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, এনসিপি হলো ইনসাফের...