০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম Mercedes-Benz আবারও প্রমাণ করল কেন তারা বিলাসবহুল সেডান সেগমেন্টে নেতৃত্ব দিচ্ছে। নতুন E-Class ২০২৫ শুধু একটি গাড়ি নয়; এটি ডিজাইন, প্রযুক্তি ও পরিবেশবান্ধব কর্মক্ষমতার নিখুঁত সমন্বয়। Mercedes E-Class ২০২৫–এর ডিজাইন ভাষা আক্রমণাত্মক হলেও আভিজাত্যের কোনো ঘাটতি নেই।✔ বড় আকারের গ্রিল ও কেন্দ্রে প্রতীকী তিন-বিন্দু তারকা✔ Digital Light LED হেডলাইট – দৃষ্টিনন্দন ও কার্যকর✔ স্লিম LED টেইললাইট ও ক্রোম স্ট্রিপ✔ ১৮–২১ ইঞ্চি অ্যালয় হুইল অপশন✔ Aerodynamic ফর্ম – জ্বালানি দক্ষতায় সহায়ক Mercedes এই মডেলটিতে অভ্যন্তরে প্রযুক্তি ও আরামের সমন্বয় ঘটিয়েছে। MBUX AI ইনফোটেইনমেন্ট সিস্টেমবিশাল টাচস্ক্রিন + ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারহেড-আপ ডিসপ্লেপ্রিমিয়াম চামড়া ও কাঠের ফিনিশউন্নত ক্লাইমেট কন্ট্রোল ইঞ্জিন ও কর্মক্ষমতাMercedes E-Class ২০২৫ বিভিন্ন ধরনের ইঞ্জিনে উপলব্ধ:পেট্রোল ও ডিজেল অপশনPlug-in Hybrid...