গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহকে জরুরি আহ্বান জানিয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তারা ইসরায়েলের অব্যাহত যুদ্ধের মধ্যে ভেঙে পড়া স্বাস্থ্য খাত বাঁচাতে জর্ডানের ফিল্ড হাসপাতালগুলো পুনরায় সক্রিয় করার অনুরোধ জানায়।বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রাজা আবদুল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে স্মরণ করিয়ে দেয় যে, ২০০৯ সালে তার নির্দেশেই গাজায় প্রথম জর্ডানিয়ান ফিল্ড হাসপাতাল চালু হয়েছিল।মন্ত্রণালয় জানায়, গাজা সিটির ফিল্ড হাসপাতাল দীর্ঘ কয়েক মাস ধরে কোনো রোগী ভর্তি করছে না, অথচ এখন প্রতিটি হাসপাতালের শয্যা অতীব জরুরি। দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালও সংকটে পড়েছে। মাত্র ১৭টি শয্যা চালু থাকলেও কাছের নাসের মেডিকেল কমপ্লেক্সে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন।গাজায় মৃত্যু ৬৪ হাজার ছাড়াল, ধ্বংসস্তূপে চাপা অনেকেপ্রায় দুই বছরের অব্যাহত ইসরায়েলি বিমান ও স্থল হামলা, অবরোধ...