এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বাসন সড়ক এলাকায় আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় শিল্প পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিল্প পুলিশের ৫ সদস্য ও ২০ জন শ্রমিক আহত হয়েছে । শিল্প পুলিশ জানায়, এক মাসের বকেয়া বেতনের দাবিতে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার শ্রমিকরা সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটে। পুলিশ এসময় টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিল্প পুলিশের ৫ সদস্য আহত হয়। শ্রমিকদের দাবি, তাদের তিন মাসের বকেয়া রয়েছে। পুলিশের...