হামজা শাবান হঠাৎ হাওয়ায় লাফিয়ে উঠলেন। এক শক্তিশালী বিস্ফোরণ তাঁকে গদি থেকে ছুড়ে ফেলে। তিনি স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েন। ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা নগরীর রাস্তায় একটি ইসরায়েলি বিস্ফোরকভর্তি দূরনিয়ন্ত্রিত ‘রোবট’ হামলা চালাচ্ছিল। রোবটটি যেখানে যাচ্ছিল, সেখানেই আতঙ্ক ছড়াচ্ছিল। ‘আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম, রোবটটি কোথায় আছে। আমার কাছে, নাকি কাছাকাছি?’ মিডল ইস্ট আইকে বলছিলেন ৩৫ বছর বয়সী ফিলিস্তিনি হামজা শাবান। তিনি আরও বলেন, ‘পরে দেখা গেল, রোবটটি প্রায় ১০০ মিটার দূরে ছিল।’ এরপর আরেকটি বিস্ফোরণ ঘটল, যা হামজা শাবানকে জানালা থেকে দুই মিটার দূরে ছুড়ে ফেলল। সেই ঘটনা স্মরণ করে হামজা শাবান বললেন, ‘আমি হাত ও হাঁটুতে ভর করে শোবার ঘরের দিকে পালাতে শুরু করলাম। ‘আমি শুনতে পাচ্ছিলাম, উড়ন্ত ধ্বংসাবশেষ ও অন্যান্য ধ্বংসাবশেষ একটার সঙ্গে আরেকটায় আঘাত করছে।...