ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ভালো অবস্থানে আছে স্পেন। দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে লুইস ডে লা ফুয়েন্তের শিষ্যরা। গতরাতে তুর্কিয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ফরোয়ার্ড মিকেল মেরিনো। হ্যাটট্রিক, জয় ও পয়েন্ট টেবিল সবকিছু নিয়ে খুশি এ ফরোয়ার্ড। ম্যাচের পর সবকিছু নিয়ে মেরিনো বলেছেন, ‘সবকিছু নিয়ে আমি বেশ খুশি, জেতা, ছয় পয়েন্ট আদায় করে নেয়। এভাবে তিন গোল করে হ্যাটট্রিক আদায় করে নেয় যা আমার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। আমি প্রতিনিয়ত উন্নতি করছি, নিজেকে বাইরে আনছি। মিডফিল্ডারদের জন্য গোল করা এবং দলকে জয় উপহার দিতে পারা বেশ খুশির। গত বছরের চেয়ে আমি আরও একটু এগিয়ে খেলা শুরু করেছি। আমি বেশ খুশি।’ ‘আমার সতীর্থরা বলে স্বাক্ষর করছে এখন। আজকে অনেক মজা করব আমরা, তারা এটা জানে। তারা এটাও জানে বিষয়টি (হ্যাটট্রিক) করা আমার কাছে...