গত বছর জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখান থেকেই তিনি কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন।শেখ হাসিনা প্রায় ৪৪ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন। তার যাত্রা শুরু হয়েছিল ১৯৮১ সালের ১৭ মে থেকে। এখন বর্তমানে এসে তীব্র নেতৃত্বের সংকটে পড়েছে দলটি। কারণ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের হাল ধরার মতো তেমন কোনো নেতা নেই। এ অবস্থায় দলটির নেতাকর্মীরা ব্যাপক নেতৃত্বহীনতা ভুগছে।যদিও শেখ হাসিনা তার অনুপস্থিতিতে কে বা কারা কীভাবে দলের হাল ধরবেন, সেই ‘সাকসেসন প্ল্যান’ বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসের কোনো পর্যায়েই তিনি প্রকাশ্যে মুখ খোলেননি– বা ঠিক কী ভাবছেন, তারও কোনো আভাস...