ভোটের প্রচার কেমন দেখলেন, আচরণবিধি মানার ব্যাপারে প্রার্থীদের আগ্রহ কতটা ছিল? জসীম উদ্দিন:প্রার্থীরা পূর্ণ আনন্দ ও উদ্যম নিয়ে প্রচার চালিয়েছেন। একটা নির্বাচনের পরিবেশ যেমন হওয়ার কথা, সে রকমই হয়েছে। বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। সব মিলিয়ে নির্বাচনের পরিবেশ ১০০ ভাগ ওকে (ঠিক আছে)। সবকিছু ভালোই চলেছে। আচরণবিধি লঙ্ঘনের ছোট ছোট কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ এসেছে। আমরা বসে সঙ্গে সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, সংশ্লিষ্ট প্রার্থীরা জবাবও দিয়েছেন। সতর্ক করার পর তাঁরা বলেছেন, এ ধরনের ঘটনা আর দ্বিতীয়বার ঘটবে না। প্রার্থীদের অনেকেই সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেছেন। এসব ঘটনায় কী ব্যবস্থা নিলেন? জসীম উদ্দিন:এটা কেউ চট করে বন্ধ করে দিতে পারেন না। এটা বন্ধ করতে গেলে একেবারে সুনির্দিষ্ট অভিযোগ মেটায় (ফেসবুকের পরিচালন প্রতিষ্ঠান) পাঠাতে হয়। সেখান থেকে সিদ্ধান্ত আসতে ১৫...