আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হিসেবে দেখছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমার প্রথম কাজ হবে নিয়মিত জাকসু নির্বাচন নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য জাকসুকে সচল রাখা সবথেকে জরুরি। তিনি আরও বলেন, সবার আগে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রভু-দাস সম্পর্ককে ভাঙতে হবে। বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার ভারসাম্য তৈরি না হওয়ায় শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে উঠছে না। এই ভারসাম্য তৈরি করাই আমার বড় লক্ষ্য। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সিন্ডিকেট ভেঙে শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষমতার ভারসাম্য আনতে চাই। প্যানেল প্রসঙ্গে সিয়াম বলেন, আমাদের ২৫ জনের প্যানেলে নারীদের ৬ সংরক্ষিত পদ ছাড়াও আরও কয়েকটি...