শারজায় গত রাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে ১৪২ রানের লক্ষ্য দিয়েও ৭৫ রানে জিতেছে পাকিস্তান। মোহাম্মদ নেওয়াজ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদের ঘূর্ণিতে আফগানরা মাত্র ৬৬ রানে গুটিয়ে গেছে, যা টি-টোয়েন্টিতে তাদের দ্বিতীয় সর্বনিম্ন। সিমিং উইকেটেও কাল পাকিস্তান মাত্র এক পেসার খেলিয়েছে। শাহিন আফ্রিদি আফগান ইনিংসের প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে ফেরানোর পরও তাঁকে দিয়ে ২ ওভারের বেশি বল করাননি অধিনায়ক আগা সালমান। পাওয়া প্লেতেই দুই প্রান্ত থেকে স্পিনারদের দিয়ে বল করিয়েছেন। তা দেখে বিস্মিত ওয়াসিম আকরাম বেজায় চটে যান। নেওয়াজ-আবরারদের মতো পরীক্ষিত স্পিনারদের খণ্ডকালীন বোলার হিসেবে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘এসব কী হচ্ছে? সিমিং উইকেটে কেন পার্ট-টাইম বোলারদের দিয়ে বল করানো হচ্ছে? বিশেষ করে যখন ১৪০ রান ডিফেন্ড করতে হবে।’ এক্সে এই কথা লেখার পরেই সমালোচিত হতে থাকেন...