আজানের জবাব দেওয়া যেমন সুন্নত, ইকামতের জবাব দেওয়াও সুন্নত। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যখন আপনারা নামাজের দিকে আহ্বান শুনবেন, তখন মুয়াজ্জিন যা বলে তাই বলবেন। (সহিহ মুসলিম: ৩৮৩) এই হাদিসে ‘নামাজের আহ্বান’ বলে ব্যাপকভাবে আজান ও ইকামত উভয়টিই বোঝানো হয়েছে। ইকামতের জবাব দেওয়ার পদ্ধতি হলো, তাকবির, শাহাদাত ইত্যাদি সব বাক্যের ক্ষেত্রে মুয়াজ্জিন যা বলে তাই বলে যাওয়া। শুধু ‘হাইয়া আলাস-সালাহ’ ও হাইয়া আলাল ফালাহ’ শুনে ‘লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ বলা এবং ‘কাদ কামাতিস-সালাহ’ শুনে ‘আকামাহাল্লাহু ওয়া আদামাহা’ বলা। আবু উমামাহ (রা.) বলেন, একবার বিলাল (রা.) ইকামত দিতে শুরু করলেন। তিনি যখন ‘কাদ কামাতিস সালাহ’ (নামাজা শুরু হচ্ছে) বললেন, তখন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘আকামাহা-ল্লাহু ওয়া আদামাহা’ (আল্লাহ নামাজকে...