নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অভিবাসনের আশায় ভিসার আবেদনকারীদের সতর্ক করল ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। তারা জানিয়েছে, ভিসার আবেদনে মিথ্যা তথ্য বা ভুয়া কাগজপত্র জমা দিলে এর পরিণতি হতে পারে আজীবনের নিষেধাজ্ঞা। সোমবার (৮ সেপ্টেম্বর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়,“ভিসা জালিয়াতির শাস্তি খুবই গুরুতর। কোনো আবেদনকারী যদি মিথ্যা তথ্য দেন বা জাল নথি জমা দেন, তবে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় তার ভিসা চিরতরে বাতিল হতে পারে।” এর আগে দূতাবাসের পক্ষ থেকে একই বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এবার তারা আরও এক ধাপ এগিয়ে বলেছে,“যদি কোনো দেশের সীমান্ত সুরক্ষিত না থাকে, তাহলে সেই দেশ জাতি হিসেবেই টিকে থাকতে পারে না। তাই যুক্তরাষ্ট্র সরকার অবৈধ অভিবাসন ও ভিসা জালিয়াতি...