বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মেমফিস ডিপাইয়ের জোড়া গোলে লিথুয়ানিয়ার বিপক্ষে জয় পেয়েছে নেদারল্যান্ডস। এদিন ম্যাচর ১১ মিনিটে প্রথম গোল করেই ইতিহাসে গড়েন এই ফরোয়ার্ড। এই গোলের সঙ্গে নেদারল্যান্ডসের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা এখন ডিপাই। বিশ্বকাপ বাছাইযয়ে গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের লিথুয়ানিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে নেদারল্যান্ডস। সর্বোচ্চ গোলের ইতিহাস গড়তে ডিপাই পেছনে ফেলেছেন রবিন ফন পার্সিকে। নেদারল্যান্ডসের জার্সি গায়ে ১০২ ম্যাচে ৫০ গোল করেন ফন পার্সি। গত জুনে মাল্টার বিপক্ষে জোড়া গোল করে পার্সিকে ছুঁয়ে ফেলেন ডিপাই। গতকাল জোড়া গোল করে তাকে ছাড়িয়ে এককভাবে শীর্ষস্থানে উঠে গেলেন ৩১ বছর বয়সী এই ডাচ তারকা। ১০৪ ম্যাচে ৫২ গোল করেছেন ডিপাই। এদিন ম্যাচের ১১ মিনিটে গোল করেন ডিপাই। ডান দিক থেকে কোডি গাকপো ডি-বক্সে ক্রস বাড়ালে ডিপাই তা ডান পায়ের...