১৯৮১ সাল থেকে টানা ৪৪ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনা এখন প্রথমবারের মতো দলের ভবিষ্যত নেতৃত্ব নিয়ে নির্দিষ্ট পরিকল্পনার দিকে এগোচ্ছেন। ভারত সরকারের ‘অতিথি’ হিসেবে দীর্ঘ এক বছর ধরে দিল্লির আশ্রয়ে থাকা শেখ হাসিনা রাজনৈতিকভাবে অনেকটা সীমিত হয়ে পড়েছেন। এই পরিস্থিতি এবং বয়সজনিত বাস্তবতা মিলিয়ে তিনি এখন নিজের ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে কেন্দ্র করে একটি পারিবারিক নেতৃত্ব কাঠামো গড়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছেন। তার ঘনিষ্ঠ রাজনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। এমন সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বেশ কিছু কারণ। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ধসে পড়ে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এক ধরনের বিভ্রান্তি তৈরি হয় যে, শেখ হাসিনা না থাকলে কার নির্দেশে দল চলবে।...