নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের চোরাচালানের সঙ্গে জড়িত থাকার একাধিক ঘটনা উঠে এসেছে। একটি ঘটনায় রুদাভা নামে একজন নারী ক্রু সদস্যের কথা বলা হয়েছে, যিনি একটি ফ্লাইট শেষে ফেরার পথে চেকিংয়ের সময় সন্দেহভাজন হন। ধরা পড়ার ভয়ে তিনি টিস্যু পেপারে মোড়ানো সোনা ফেলে দেওয়ার চেষ্টা করেন। প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও, ভিডিও প্রমাণ দেখানোর পর তিনি তার অপরাধ স্বীকার করেন। আরেকটি ঘটনায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্টুয়ার্ডেস মরজিনা আক্তার আলীনকে জড়িত দেখা যায়। তার নিজের দেওয়া একটি লিখিত বিবৃতি অনুযায়ী, তিনি ২০২৫ সালের ৯ জানুয়ারি জেদ্দা-সিলেট-ঢাকা রুটের বিজি-২৩৬ ফ্লাইটের দায়িত্ব পালন শেষে ঢাকায় অবতরণ করেন। গ্রিন চ্যানেল এলাকায় কাস্টমস কর্মকর্তারা তাকে তল্লাশি করে ১১৬ গ্রাম ওজনের একটি সোনার চুড়ি উদ্ধার করেন, যার কোনো বৈধ রশিদ তিনি দেখাতে পারেননি।...