জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের কাছে লিখিত জবানবন্দি দিয়েছিলেন সদ্যপ্রয়াত লেখক, গবেষক ও মার্ক্সবাদী তাত্ত্বিক বদরুদ্দীন উমর। রোববার তিনি মারা যাওয়ার পর ওই জবানবন্দি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কৌঁসুলি বি এম সুলতান মাহমুদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি (বদরুদ্দীন উমর) মারা যাওয়ার আগে এ জবানবন্দি প্রসিকিউশনে জমা দিয়েছিলেন।” এ জবানবন্দিতে বদরুদ্দীন উমর জুলাই গণঅভ্যুত্থানকে দেশের ‘সবচেয়ে বিস্ফোরক এবং সবচেয়ে রূপান্তরমূলক’ অভ্যুত্থান বলে বর্ণনা করেছেন। সেই সঙ্গে স্বাধীনতাপূর্ব ও স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি। নিজের পরিচয় দিয়ে জবানবন্দির শুরুতে বদরুদ্দীন উমর বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কেবল বাংলাদেশে নয়, গোটা ভারতীয় উপমহাদেশে একটি ব্যতিক্রমী ঘটনা। ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি ও ব্যাপকতার গণঅভ্যুত্থান ‘কখনও দেখা যায়নি’।...