" অনেক সময় শিক্ষার্থীরা আমাকে জানিয়েছিল পর্দানশীন মেয়েদের আলাদা জায়গার বিষয়ে। অনেক নারী শিক্ষার্থীরা আছে যারা পর্দার নিয়ম মেনে খাবার খেতে চায়। এটা ভেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিওয়াইবির নেতৃবৃন্দ এই ব্যবস্থার কথা বলেছিলো, তারা ক্যাফেটেরিয়া পরিচালনার জন্য বেশ সহযোগিতাও করেছে। " ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে ছাত্রীদের পর্দার পরিবেশ নিশ্চিত করার জন্য সংযুক্ত করা হয়েছে বিশেষ কর্ণার। ক্যাফেটেরিয়ার এক কোণে কালো কাপড় দিয়ে ঘিরে কর্ণারটি তৈরি করা হয়। এ জায়গায় বসে পর্দানশীন নারীরা নির্বিঘ্নে খাবার গ্রহণ করতে পারবেন। রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার এই বিশেষ কর্ণারটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, সিওয়াইবির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।...