বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ ফেসবুক, ইউটিউব, এক্স। সোশ্যাল মিডিয়া থেকে বিনোদন সব ক্ষেত্রেই এই অ্যাপগুলো ব্যবহার হচ্ছে প্রায় সব দেশেই। কিন্তু এবার একটি দেশ একসঙ্গে এই তিন অ্যাপ তাদের দেশে ব্যবহার নিষিদ্ধ করছে। দেশটি হচ্ছে নেপাল। নেপাল সরকার জানিয়েছে, ফেসবুক, এক্স ও ইউটিউব সহ বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করছে তারা। কারণ সংস্থাগুলো সরকারের সঙ্গে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নিয়ম মেনে চলতে ব্যর্থ হয়েছে। নেপালের যোগাযোগ ও তথ্য সম্প্রচার মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেছেন, নেপালে ব্যাপকভাবে ব্যবহৃত প্রায় দুই ডজন সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মকে বারবার নোটিশ দেওয়া হয়েছে যাতে তারা তাদের সংস্থাগুলোকে দেশে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করতে পারে। কিন্তু প্ল্যাটফর্মগুলো নিবন্ধন করেনি। তাই সেগুলোকে ব্লক করা হচ্ছে। অন্যদিকে টিকটক, ভাইবার এবং আরও তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেপালে কাজ করার অনুমতি পাবে কারণ তারা...