এক দশক পর ফ্লাশিং মিডোজে উপস্থিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। উপলক্ষ্য ইউএস ওপেনে ছেলেদের এককের ফাইনালে কার্লোস আলকারাস ও ইয়ানিক সিনারের মধ্যকার লড়াই। আর্থার অ্যাশ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের উপস্থিতিকে ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় ছেয়ে যায় স্টেডিয়াম এলাকা। প্রবেশপথে বসানো হয় স্ক্যানার। বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় গেটের সামনে দর্শকদের লাইন ক্রমেই দীর্ঘ হতে থাকে। এতে ম্যাচের সময় বিলম্বিত হয় প্রায় আধাঘণ্টা। বিলম্বিত ম্যাচে প্রতিদ্বন্দ্বী সিনারকে তেমন সুবিধা করতে দেননি আলকারাস। চার সেটের লড়াইয়ে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে জিতে ইউএস ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন আলকারাস। ২০২২ সালের পর ইউএস ওপেনে এটি আলকারাসের দ্বিতীয় শিরোপা। সব মিলিয়ে ক্যারিয়ারে ৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ২২ বছর বয়সী এ স্প্যানিশ তারকা। সুইডিশ সাবেক টেনিস তারকা বিওর্ন বর্গের পর আলকারাসই সবচেয়ে কম বয়সে ৬টি...