০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে ৪৫টির বেশি পণ্যের শুল্ক মওকুফ করা হয়েছে। এই পদক্ষেপে শিল্পজাত পণ্য, ধাতু, ফার্মাসিউটিক্যাল যৌগ এবং রাসায়নিক পদার্থের ওপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি দেশটির বাণিজ্য নীতি ও আন্তর্জাতিক অংশীদারিত্বে বড় ধরনের প্রভাব ফেলবে। রয়টার্স জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) থেকেই এই শুল্ক ছাড় কার্যকর হচ্ছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর গত সাত মাস ধরে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্য নিয়ে শুল্ক বাড়িয়ে আসছিল। তবে সর্বশেষ এই উদ্যোগে নির্বাচিত ‘সমন্বিত অংশীদারদের’ জন্য ৪৫টির বেশি পণ্যের শুল্ক শূন্য করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য পাল্টা শুল্ক কমানো, জাতীয় নিরাপত্তার ধারা অনুযায়ী আরোপিত কর সমন্বয় এবং কাঠামোগত বাণিজ্য চুক্তির সম্ভাবনা তৈরি করা।...