কুমিল্লা নগরের কালিয়াজুরী এলাকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিংকি (২২) ও তার মা তাহমিনা বেগমের (৫০) লাশ উদ্ধার করা হয়েচে।বিজ্ঞাপন রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে শহরের পিটিআই মাঠসংলগ্ন নীলি কটেজের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।আরো পড়ুন:জমিয়ত নেতার লাশ মিলল নদীতেশিশু সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা, আটক ১ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, “খাটের নিচে একটি বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।” রিংকি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তাহমিনা বেগমের স্বামী নুরুল ইসলাম আদালতের হিসাবরক্ষক ছিলেন। কয়েক বছর আগে তিনি মারা গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে তাহমিনা বেগমের বড় ছেলে ঢাকা থেকে কুমিল্লার বাসায়...