রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেটের ৫টি পদের বিপরীতে ৬২ জন এবং হল সংসদের ১৫টি পদে মোট ১৭টি হলে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাত সাড়ে ৭টা পর্যন্ত মনোনয়ন গ্রহণ শেষে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য জানান। তফসিল অনুযায়ী, তিন স্তরের এই নির্বাচনে সর্বমোট ৯২৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। রাকসুর ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৫ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ক্রীড়া সম্পাদক পদে ৯, সংস্কৃতি সম্পাদক পদে ১১, মহিলা সম্পাদক পদে ৭, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩, মিডিয়া সম্পাদক পদে ১০, বিজ্ঞান...