সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নও মুসলিম বৃদ্ধ মুকুল হোসেনের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের স্ত্রী গোলকজান ও আগপক্ষের ছেলে আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মুকুলের মৃত্যুর বিষয়ে মাইকিং করা হয়। জানাজার আগে মরদেহ গোসল করানোর সময় গলায় দাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রায় দুই দশক আগে মুকুল ইসলাম ধর্ম গ্রহণ করে চান্দাইকোনা গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে গোলকজানকে বিয়ে করেন। গোলকজানের আগের সংসারে এক ছেলে ও এক...