০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন কর্মকর্তার রদবদল করা হয়েছে। এই রদবদল পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে হয়েছে। রদবদলের মাধ্যমে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার চেষ্টা করা হচ্ছে। রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই রদবদল কার্যকর করা হয়। কর্মকর্তাদের নতুন দায়িত্বে বদল করার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন থানার কার্যক্রম ও গোয়েন্দা কাজে আরও দক্ষতা আনা। ডিএমপি হেডকোয়ার্টার্স জানিয়েছে, গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মর্তুজাকে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে, ওয়ারী থানার অফিসার ইনচার্জ ফয়সাল আহমেদকে গোয়েন্দা বিভাগে স্থানান্তর করা হয়েছে। লাইনওআরের এম এ...