বিশ্বকাপ বাছাইয়ে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেছে স্পেন। টানা দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে তারা। ‘ই’ গ্রুপে তুরস্ককে বিধ্বস্ত করেছে ৬-০ গোলে। অপর দিকে প্রথম ম্যাচে অঘটনের শিকার জার্মানি নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে। দুর্দান্ত ছন্দে থাকা স্পেনের এটা অ্যাওয়ে ম্যাচে দ্বিতীয় বড় জয়ের নজির। যার পেছনে মূল অবদান আর্সেনাল মিডফিল্ডার মিকেল মেরিনোর। পেশাদার ফুটবলে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তিনি। ৬ মিনিটের মধ্যে প্রথম গোলটি করেন বার্সেলোনা প্লে মেকার পেদ্রি গঞ্জালেস। ২২ মিনিটে ব্যবধান বাড়ান মেরিনো। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে আবারও জাল কাঁপান এই মিডফিল্ডার। বিরতির পর ৫৩ মিনিটে স্কোরশিটে নাম তুলেন ফেরান তোরেস। ৫৭ মিনিটে মেরিনো হ্যাটট্রিক পূরণ করেন। ৬২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান পেদ্রি। বাছাই থেকে গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি বিশ্বকাপের টিকিট কাটবে।...