কখনো ভেবে দেখেছেন প্রসাব কয় রঙের হয়? অনেকের ধারণা প্রসাব শুধু হলুদ রঙেই হয়ে থাকে। তবে না, প্রস্রাবের রং লাল, হলুদ, গোলাপি কিংবা সবুজ— কখনও আবার রংধনুর মতোও হয়ে থাকে। অবাক করার মত বিষয় হলেও সত্যি বিষয় হলো, প্রস্রাবের রং বেগুনি, কমলা বা নীলও হতে পারে। এমনকি অনেক সময় প্রস্রাবের রং এমনও হতে পারে, যা একেবারেই স্বাভাবিক বা পরিচিত কোনও রঙের সঙ্গে মেলে না।কী অবাক হচ্ছেন? আবাক করার বিষয় হলেও সত্য। আর প্রস্রাবের এই রঙই বলে দেয় শরীরে কী রং বেঁধেছে। সম্প্রতি বিবিসি বাংলার প্রকাশিত এক প্রতিবেদনে ওঠে আসে এ তথ্য।প্রস্রাব হলো শরীরের বর্জ্য পদার্থ নিষ্কাশনের প্রক্রিয়া। সহজভাবে বললে, এর মাধ্যমে শরীর নিজের ভেতরের ময়লা-আবর্জনা বাইরে ফেলে দেয়। প্রোটিন, লোহিত রক্তকণিকা ও মাংসপেশি ভেঙে যে নাইট্রোজেনজাত বর্জ্য তৈরি হয়, তার...