নিজস্ব প্রতিবেদক : ১৯৮১ সাল থেকে টানা ৪৪ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনা আজ বয়সের ভারে ও রাজনৈতিক বাস্তবতায় এক নতুন প্রশ্নের মুখোমুখি: “পরের নেতৃত্ব কার হাতে?” দীর্ঘদিন ধরে এই প্রশ্নে কোনো সরাসরি উত্তর না দিলেও, সময় এবং পরিস্থিতির চাপে এবার তিনি উত্তরাধিকার ইস্যুতে সক্রিয় হয়েছেন। এখন এমন এক পর্যায়ে এসে তিনি দলকে ছেলেমেয়ের হাতে সোপর্দ করার দিকে এগোচ্ছেন। ভারতের কংগ্রেস পার্টিতে যেভাবে সোনিয়া গান্ধীর পর নেতৃত্ব আসে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর হাতে—একই মডেলেই শেখ হাসিনা তৈরি করছেন নিজের উত্তরসূরি দলীয় কাঠামো।সজীব ওয়াজেদ জয় হবেন মূল রাজনৈতিক মুখ ও স্ট্র্যাটেজিস্ট।সায়মা ওয়াজেদ পুতুল থাকবেন প্রশাসনিক ও সংগঠন পরিচালনায়।দলের ভেতরেই একে এখন বলা হচ্ছে “গান্ধী মডেল ইন আওয়ামী লীগ”। জয় এখন মার্কিন নাগরিক ও ভার্জিনিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও,...