নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাইনবোর্ড শাখার কার্যালয়ে হামলা চালিয়েছে ভাগিনা গ্রুপ। এসময় চেয়ার-টেবিলসহ কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হলে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করা হলেও পুলিশ রাতভর অভিযান চালিয়ে কাউকে গ্রেফতার করতে পারেনি। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, জমিয়তে উলামায়ে ইসলামের সাইনবোর্ড শাখার অফিস ভাঙচুরের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে যাদের নাম রয়েছে তাদের গ্রেফতারে ভুইগড় ও দেলপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা...