নতুন করে দাউদকান্দি-মেঘনা নিয়ে গঠিত কুমিল্লা-১ আসনে মনোনয়ন ও জয়ের ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের অনুসারীরা নির্ভার। তবে আসন পুনর্বিন্যাসের পর দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেঘনার বাসিন্দা সেলিম ভূঁইয়া রয়েছেন দৌড়ঝাঁপের ওপর। মেঘনার ভোটার হওয়ার কারণেই বিপাকে পড়েছেন তিনি ও তার অনুসারীরা। সেলিম ভূঁইয়ার রাজনৈতিক অবস্থান মেঘনাকে ঘিরেই। নতুন বাস্তবতায় ড. মোশাররফ হোসেনের সঙ্গে কমিল্লা-১ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। তাই তিনি মেঘনাকে আগের মতো কুমিল্লা-২ আসনে যুক্ত করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। আগে দাউদকান্দি ও তিতাস নিয়ে কুমিল্লা-১ এবং মেঘনা ও হোমনা নিয়ে ছিল কুমিল্লা-২ আসন। সবশেষ তিতাস ও হোমনার সমন্বয়ে কুমিল্লা-২ আসন গঠন করে গেজেট প্রকাশ করে ইসি। স্থানীয়রা বলছেন ড. মোশাররফ যদি নির্ভার হয় তাহলে সেলিম ভূঁইয়া যাবে কোনদিকে? তিনি কি নিজ...