আকাশে মেঘ ছিল, তবে বৃষ্টি বা বজ্রপাতের শঙ্কা ছিল না। অথচ বিদ্যুচ্চমক দেখা গেল কোর্টে; কার্লোস আলকারাসের র্যাকেট থেকে।তার ঝলকানিতেই বিধ্বস্ত হলো ইয়ানিক সিনারের লড়াই। নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে জিতে দ্বিতীয়বার ইউএস ওপেন শিরোপা উঁচিয়ে ধরলেন স্পেনের এই তারকা। এই জয়ে মধুর প্রতিশোধও নিলেন আলকারাস। কয়েক মাস আগেই উইম্বলডনের ফাইনালে একই প্রতিপক্ষ সিনারের কাছে হেরেছিলেন তিনি। এবার শুধু শিরোপাই নয়, ফিরিয়ে নিলেন র্যাংকিংয়ের এক নম্বর আসনও। ফাইনালের শুরুতেই গ্যালারিতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিতে নিরাপত্তা ছিল কড়াকড়ি, দর্শকদের অনেককেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। খেলা খানিক দেরিতে শুরু হলেও কোর্টে গতি আনেন আলকারাস। প্রথম সার্ভ করেও প্রথম গেম হারেন সিনার, প্রথম সেট সহজেই জিতে নেন স্প্যানিশ তারকা। দ্বিতীয় সেটে...